নিউজ ডেস্ক:
শেরপুর ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামে গোলাম তুহিন । তিনি পেশায় একজন গ্রাম্য হাতুড়ে পশু চিকিৎসক। গত ২৯ শে ডিসেম্বর গান্ধিগাও গ্রামের আজিজুল রহমান এর একটি বাছুর (গরু) গোলাম তুহিনের চিকিৎসার মধ্য দিয়ে মারা যায়। এ সময় দৈনিক আলোকিত ৭১ সংবাদএর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনির খবর পেয়ে তিনি গিয়ে একটি ভিডিও ধারন করেন। আর এই ভিডিও ধারণ করায় সাংবাদিককে ফোন করে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি ও জেলের ভাত খাওয়ানোর হুমকি দিয়েছেন গোলাম তুহিন।
আজিজুল রহমান ও তার স্ত্রী বলেন আমার বাছুর গরুটি কে হঠাৎ কুকুরে কামর দেয় । গোলাম তুহিন এর বাড়ি পাশেই আমাদের বাড়ি তাই তাকে ডেকে আনি পরামর্শের জন্য। গোলাম তুহিন বলেন আমি চিকিৎসা করতে পারবো। আর যদি চিকিৎসা করতে না পাড়ি বাছুরের কিছু হলে আমি ক্ষতি দিবো, কিন্তু আমাকে তিন হাজার টাকা দিতে হবে৷
এই বলে তিনি ১৫ শ টাকা নগদ নিয়ে একটি ইঞ্জেকশন দেয়৷ তার ৬ থেকে ৭ দিন পড়ে বাছুরটি পাগল হয়ে মারা যায়। গোলাম তুহিন'কে বিষয় টি অবগত করলে সে সাংবাদিক মনির এর বাড়িতে যায়। সাংবাদিক বাড়িতে না থাকায় তার বাড়ির লোকজনদের বিভিন্ন প্রকার হুমকি দেয়। গোলাম তুহিনের অপচিকিৎসা থেকে বাচতে ও সাংবাদিক কে হুমকি দেওয়াই প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন ভুক্তভোগীরা সেই সাথে জনপ্রিয় ও বহুল প্রচারিত আলোকিত ৭১ সংবাদ এর সকল সাংবাদিকেরা তীব্র নিন্দা ও কঠোর শাস্তি জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.