• রাজশাহী বিভাগ

    সাঁথিয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে সফল করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে মাহবুবুল আলম বাচ্চু

      প্রতিনিধি ১৫ জুন ২০২২ , ১০:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

    আসাদুজ্জামান বিকাশঃ

    ১৮জুন শনিবার ২০২২ পাবনা জেলার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে উৎসবের আমেজ চলছে পৌর এলাকায়, ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে সমগ্র এলাকায় চলছে নেতৃত্বের হিসাব নিকাশ। মাহাবুবুল আলম বাচ্চু রাজনৈতিক জীবননে সাবেক ১৯৮৭ সালে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান স্কুলটি সরকারি, ১৯৯৪ সালে সাঁথিয়া উপজেলা শাখা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ২০০৪ সালে সাঁথিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন, জোট সরকারে আমলে রাজনৈতিক হয়রানির শিকার হোন। ২০১৪-২০২২ সাল পর্যন্ত সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, ২০২১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক দোলীয় নৌকা প্রতিক নিয়ে বর্তমান সাঁথিয়া পৌরসভার মেয়র। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের সাথে জরিত। ইতিপূর্বে তিনি বিভিন্ন গুরত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন জনাব মাহাবুবুল আলম বাচ্চু তা বর্তমানে চলমান।
    সাঁথিয়া পৌর আওয়ামী লীগের ১৮ জুন২০২২ সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। সাঁথিয়া পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,ও সহযোগী সংগঠন সহ তৃনমূলের নেতারা বলেন ২০২০ সালের মার্চের করোনা মহামারি সময় মাহাবুবুল আলম বাচ্চু নেতা কর্মীদের খোঁজ খবর নিয়মিত রেখেছেন ও সেইসাথে দরিদ্র মানুষের খোঁজ নিতেন এবং ত্রান সামগ্রী বিতরণ করেছেন এরকম নেতা কে আমরা আগামী ১৮ জুন ২০২২ ত্রি-র্বাষিক সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই। পৌর এলাকায় জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ