শামীম আহমেদ-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে ৩০ শে মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১১টার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসনের সভাপতিত্বে ও সাঁথিয়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের পাবনা জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ আবুল কাশেম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার আহসান হাবীব। সাঁথিয়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটিকার মোঃ রেজাউল করিম। সাধারন কেয়ারটিকার মাওলানা আতিকুল ইসলাম (আতিক) । মোঃ জসিম উদ্দিন। মোঃ মাহমুদ হোসেন। মোঃ আব্দুর রব। মোঃ মোখলিছুর রহমান প্রমুখ।
এছাড়াও ইসলামিক ফাউণ্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক/ শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, যে মহান আল্লাহ তায়ালার পবিত্র কোরআন মাজীদ শুদ্ধ করে তেলাওয়াত ছাত্র/ছাত্রীদেরকে শিখাতে হবে এবং নিজেরা শুদ্ধ করে শিখতে হবে এটা মুসলমানদের জীবনে খুবই গুরুত্বপৃর্ণ বিষয় । এছাড়া তিনি ইসলামিক ফাউণ্ডেশন সাঁথিয়া উপজেলা ফিল্ড সুপার ভাইজারকে ইউনিয়ন ভিত্তিক তালিকা করতে নির্দেশ করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.