প্রতিনিধি ২৯ মে ২০২২ , ১০:৫৯:১৩ প্রিন্ট সংস্করণ
শিহাব আহম্মেদ-ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়ায় লাইফ সাপোর্টে থাকা সেই শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’