প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ১:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ
লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর )বিকেল ৩:৪০ ঘটিকার সময় সলঙ্গা থানার নলকা এলাকায় মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়।
পরে বিকালে সাড়ে ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ এর লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার মো. আবুল হাসেম সবুজ জানান, রাজশাহী জেলার বাগমারা থানার বড়বিহান আলী- চানপাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে মো. মতিউর রহমান (৪০) ও তার স্ত্রী নীলুফা খাতুন কল্পনা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নস্থ ঢাকা-রংপুর মহাসড়ক থেকে সিরাজগঞ্জগামী রাস্তার মোড়ে একটি মাদকবিরোধী চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।