• আইন ও আদালত

    সলঙ্গায় স্কুলছাত্র রাশিদুল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও এক নারীসহ গ্রেপ্তার-৪

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২২ , ৪:০১:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সলঙ্গায় চাঞ্চল্যকর স্কুলছাত্র রাশিদুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন পুর্বক এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আবুল কালাম (৩৩) ও ফরিদুল ইসলাম (৩৪), গোপিনাথপুর গ্রামের সুখী খাতুন (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গাড়াদহ গ্রামের হাসেন নবী (৩০)। এর আগে জাহিদুল ও আব্দুল লতিফ নামে আরও দুই যুবককে আটক করেছে পিবিআই।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়,গত ১৯ মে সকালে স্কুলছাত্র রাশিদুল ইসলাম তার বড় ভাইয়ের ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর বাজারে যাওয়ার পর আর ফিরে আসেনি। এ ঘটনায় তার বড় ভাই তরিকুল ইসলাম রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৪ মে দুপুরে সলঙ্গা থানার ইছলাদিঘর গ্রামে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে রাশিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেন। সেই মামলাটি পুলিশের পাশাপাশি পিবিআই টিম ছায়া তদন্ত করতে থাকে। মামলার তদন্ত চলাকালে পিবিআই সদস্যরা জাহিদুল ও আব্দুল লতিফ নামে দুই যুবককে আটক করে এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোভ্যান উদ্ধার করে।

    পরবর্তীতে এই মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। তদন্তকালে ৩০ আগস্ট নুরুন হাসেন নবী নামে এক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন আবুল কালাম ও ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারা স্কুলছাত্র রাশিদুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার চকভরিয়া গ্রাম থেকে স্কুলছাত্রের ব্যবহৃত মোবাইল উদ্ধার ও ১ সেপ্টেম্বর কথিত প্রেমিকা সুখী খাতুনকে গ্রেপ্তার করা হয়।

    জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা সংঘবদ্ধ চুরি, ডাকাতি, ছিনতাই দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময় স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রীবেশে অটোরিকশা, সিএনজি, ইজিবাইক ভাড়া করে সুবিধাজনক স্থানে চালককে হত্যা করে ছিনতাই করে নিয়ে যান। গত ১৮ মে গ্রেপ্তারকৃতরা ভূইয়াগাতী বাজারে চায়ের দোকানে বসে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক স্কুলছাত্র রাশিদুল ইসলামকে হত্যা করে সলঙ্গা থানার ইছলাদিঘর গ্রামের একটি বাঁশঝাড়ের ভিতর তার মরদেহ রেখে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    তানোর হাটের জায়গা অবৈধভাবে দখল

    নতুনভাবে চট্টগ্রাম সিটিকে গড়‌তে সক‌লের সহ‌যো‌গিতা চাই: রেজাউল ক‌রিম চৌধুরী মো: শাহজালাল রানা: চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে আবা‌রো মাদক সন্ত্রাস ও জুয়ার বিরু‌দ্ধে ক‌ঠোর অবস্থা‌নের কথা জানা‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী। তি‌নি গতকাল ২৭ জানুয়ারী বুধবার অনু‌ষ্ঠিত চ‌সিক নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ম‌নোনয়‌নে‌ নৌকা প্রতী‌ক নি‌য়ে প্রতিদ্ধ‌ন্ধিতা ক‌রে মোট ৩৬৯২৪৮ ভোট পে‌য়ে ‌নিকটতম প্রতিদ্ধন্ধী ধা‌নের শীষ প্রতী‌কের ডাঃ শাহাদাৎ হো‌সেন‌কে ৩১৬৭৬৯ ভো‌টের ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে আগামী পাঁচ বছ‌রের জন‌্য চট্টগ্রাম সি‌টি মেয়র নির্বা‌চিত হন। আজ ২৮ জানুয়ারী বৃহস্প‌তিবার সকা‌লে বহরদারহাটস্থ রেজাউল ক‌রিম চৌধুরীর বাসভব‌নের‌ সাম‌নে মহানগর আওয়ামী লী‌গের প্রধান নির্বাচনী কার্যাল‌য়ে উপ‌স্থিত নেতাকর্মী ও বি‌ভিন্ন সংবাদ মাধ‌্যমের প্রতি‌নি‌ধি‌দের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রে সকল‌কে ধন‌্যবাদ জানান। এসময় তি‌নি তাঁর পক্ষ থে‌কে চট্টগ্রাম মহানগরীর সকল মানু‌ষের প্রতি শু‌ভেচ্ছা বার্তা ও ধন‌্যবাদ পৌঁ‌ছে দি‌তে সংবাদ মাধ‌্যমের প্রতি বিনীত আহ্বান জানান। সংবাদ মাধ‌্যমের প্রতি ব্রিফিং প্রদান কর‌তে‌ তি‌নি গি‌য়ে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমানসহ পঁচাত্ত‌রের ১৫ আগ‌ষ্টে ঘাত‌কের বু‌লে‌টে নির্মমভা‌বে নিহত তাঁর প‌রিবার প‌রিজন, জেলহত‌্যার শিকার জাতীয় চার‌নেতা ও মহান মু‌ক্তিযু‌দ্ধে আত্ম‌েৎেসর্গকারী বীর মু‌ক্তি‌যোদ্ধা, বীরাঙ্গনা ও লা‌খো শহীদের প্রতি শ্রদ্ধা জা‌নান এবং মেয়র প‌দে ম‌নোনয়ন দি‌য়ে চট্টগ্রা‌মের মানু‌ষের কল‌্যা‌নে ব‌্যাপক প‌রিস‌রে কাজ করার সু‌যোগ দেওয়ায় নিজ রাজ‌নৈ‌তিক দল আওয়ামী লী‌গের সভাপ‌তি বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা ও ম‌নোনয়ন বো‌র্ডের প্রতি কৃতজ্ঞতা ও ধন‌্যবাদ জা‌নি‌য়ে উন্নয়‌নের অগ্রযাত্রায় আস্থার প্রতিফলন ঘটা‌নোর প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। চট্টগ্রাম মহানগরীর নানা সমস‌্যা সমাধা‌নের ব‌্যাপা‌রে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন সম‌ম্বিত প্রয়া‌সে জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত, মাদক-সন্ত্রাস ও জুয়ামুক্ত, নিরাপদ, প‌রিচ্ছন্ন, প‌রি‌বেশবান্ধব, প‌রিক‌ল্পিত, সমৃদ্ধ, পর্যটন রাজধানী হি‌সে‌বে চট্টগ্রাম‌কে গ‌ড়ে তুল‌তে নিরলস কাজ করার কথা ব‌লেন এবং এ কা‌জে সর্বমহ‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। স্বচ্ছতার সা‌থে প‌রিচালনার অংগীকার নি‌য়ে সি‌টি ক‌র্পো‌রেশ‌নের কাজ‌কে শতভাগ ডি‌জিটালাই‌জেশ‌নের উ‌দ্যোগ নেয়ার কথাও ব‌লেন তি‌নি। তি‌নি আ‌রো ব‌লেন, নির্বাচনী ইশতেহার‌কে সাম‌নে রে‌খেই এর পূর্ণ বাস্তবায়‌নে আ‌মি সর্বদা আপনা‌দের সা‌থে নি‌য়ে কাজ ক‌রে যাব। দীর্ঘ‌দিন লাগাতার প্রচারণায় ক্লান্ত নেতাকর্মীরা ভো‌র বেলা বিজ‌য়ের বার্তা নি‌য়ে ঘ‌রে গে‌লেও সকাল দশটা থে‌কে আবা‌রো দ‌ফে দ‌ফে নতুন মেয়‌রের বাসা‌ভিমুখী কর্মী সমর্থক‌দের ঢল নাম‌কে থা‌কে। এসময় তারা প্রিয় প্রার্থীর বিজ‌য়ের খুশী‌তে উল্লাশ প্রকাশ ক‌রেন এবং তাঁ‌কে ফু‌লে ফু‌লে অ‌ভি‌সিক্ত ক‌রেন। অ‌ভিনন্দন জানা‌তে আসা নেতাকর্মী ও শুভানুধ‌্যায়ী‌দের প্রতি ধন‌্যবাদ জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, অ‌ভিনন্দন নয় সহ‌যো‌গিতা হাত নি‌য়ে পা‌শে থাকা চাই। নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে রাখা বক্ত‌ব্যে তি‌নি আ‌রো ব‌লেন, বিশাল জন‌গোষ্ঠী নি‌য়ে বিস্তীর্ণ চট্টগ্রাম মহানগ‌রে সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচন কর‌তে গি‌য়ে কিছু অন‌ভি‌প্রেত ঘটনা হয়‌তো ঘ‌টে যায়। কোন প্রকার উস্কানীতে উত‌্যক্ত না হ‌য়ে ধর্য‌্য ধারন ক‌রে নির্বাচন কার্যক্রম প‌রিচালনার জন‌্য সকল‌কে ধন‌্যবাদ। আগামী‌তেও অসীম ধর্য‌্য নি‌য়ে নির্বাচনী ইশ‌তেহার বাস্তবায়‌নে নেতাকর্মীরা পা‌শে থাক‌বেন ব‌লে আ‌মি আশাবাদী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌সির উ‌দ্দিন, সহ সভাপ‌তি এড‌ভো‌কেট ইব্রা‌হিম হো‌সেন বাবুল, আলতাফ হো‌সেন বাচ্চু, সাংগঠ‌নিক নোমান আল মাহমুদ, শ‌ফিক আদনান, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক শম‌সের আলী, সাংস্কৃ‌তিক সম্পাদক আবু তা‌হের, তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক ম‌শিউর রহমানসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউ‌নিট আওয়ামী লীগসহ অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের অগ‌নিত নেতাকর্মীরা এ সময় ‌সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন। এ ছাড়াও সারা‌দিন বি‌ভিন্ন ওয়ার্ড থে‌কে নব‌নির্বা‌চিত কাউ‌ন্সিলবৃন্দ পৃথক পৃথক ভা‌বে নতুন মেয়র এম রেজাউল ক‌রিম চৌধুরীর সা‌থে সাক্ষাৎ ক‌রে শু‌ভেচ্ছা বি‌নিময় ও ফু‌লেল অ‌ভিনন্দন জানান।

    আসন্ন ইউপি নির্বাচনে সুজানগর হাটখালীতে ফিরোজ আহম্মেদ খানের প্রচারনা-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    পটুয়াখালীতে ডিকেআইবি উদ্যোগে  বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শেক দিবস উপলক্ষে আলেচনা সভা ও দেয়া অনুষ্ঠিত।

    স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে পত্নীতলায় আনন্দ শোভাযাত্রা

    সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব-১২