মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের একটি ভাড়া বাসায় তানিয়া খাতুন(২৫) নামের এক নারী ব্র্যাক কর্মীর সাথে আপত্তিকর অবস্থায় ঘুড়কা ভুইয়াবাড়ীর রফিকুল ইসলাম ভুইয়া নামের এক যুবক আপত্তিকর অবস্থায় আটক হয়েছে। এদিকে আটক যুবক পালিয়ে গেলেও ঘটনাটি সলঙ্গা বাজারে ছড়িয়ে পরায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে,সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়ার জামাদুল এর মেয়ে ও ঘুড়কা উত্তরপাড়া আব্দুল কুদ্দুস এর প্রবাসী ছেলে আমির হোসেনের স্ত্রী একই এলাকার ঘুড়কা ভুইয়াবাড়ীর মৃত্যু আব্দুর রউফ ভুইয়ার ছেলে রফিকুল ইসলাম ভুইয়ার সাথে সলঙ্গা বাজারের বরদ আলী সুপার মার্কেটের পুর্বপাশে অবস্থিত আব্দুর রহমান মাস্টারের ভাড়া বাসার তিন তলায় আপত্তিকর অবস্থায় আটক হয়। পরে সেখান থেকে মুক্তি পেলেও বিষয়টি পরে সলঙ্গার সর্বমহলে ছড়িয়ে পড়ে। এতে মুহুর্তের মধ্যে ঘটনাটি টক অবদ্য সলঙ্গায় পরিনত হয়। ওই বাসার পাশের ফ্লাটের বাসিন্দারা জানান,কয়েকদিন পর পর রাত এবং দিনে রফিকুল ইসলাম ভুইয়া আত্নীয় পরিচয় দিয়ে ওই নারূর বাসায় আসতো। কিন্তু ওই প্রবাসী স্ত্রী ব্র্যাক কর্মী তানিয়া তাকে তার আত্নীয় পরিচয় প্রদান করায় পাশের ফ্লাটের বাসিন্দাদের চোখে তার আপত্তিকর বিষয়টি উঠে আসলেও তারা তা চেপে যেতেন এবং স্পর্শকাতর বলে বলতে সাহস পেতেন না। এরই একপর্যায়ে গত ১২ অক্টোবর সকালে ওই মহিলার বাসায় উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করে পাশের ফ্লাটের বাসিন্দারা সহ স্থানীয় যুবক ফরিদুল ইসলাম। পরে ফরিদুলের সাথে দলের ভাই সম্পর্কের সুবাদে সেখান থেকে ক্ষমা চেয়ে মুক্তি নিয়ে চলে যায়। অনুসন্ধানে জানাযায়,ওই যুবকের সাথে দীর্ঘ সময় ধরে ওই নারীর পরকিয়া সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সুত্র ধরে তার স্বামী প্রবাসে থাকার সুযোগকে কাজে লাগিয়ে সে যেখানে চাকরি করে সেখানেই ওই যুবককের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। বিষয়টি এযাবতকাল গোপন থাকলেও এখন ধরা পরার পর তা জানাজানি হয়ে পড়েছে এব্যাপারে রফিকুল ইসলাম ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্য স্বীকার বলেন সে আমার খালাতো বোন,বলেই আমি মাঝেমধ্যে ওই বাসায় যাতায়াত করতান। তবে ঘটনা যাই ঘটুক না কেনো তিনি এব্যাপারে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.