প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ৯:০২:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবা সহ ০১ জন মাদক কারবারি আটক করা হয়েছে বৃহস্পতিবার (২১এপ্রিল/২২) বিকাল ৪টা ৫৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ০৯ নং হাটিকুমরুল ইউনিয়নের অন্তর্গত চড়িয়া শিকার দক্ষিনপাড়া গ্রামস্থ সান ইট ভাটার পশ্চিম-উত্তর (পিছনে) দিকে জনৈক আব্দুল আজিজের পতিত জমির উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৬৫ (পাঁচশত পয়ষট্টি) পিচ ইয়াবা সহ চড়িয়া শিকার দক্ষিণ পাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে আঃ রশিদ(৩৪) কে আটক করা হয়।
এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।