প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ৫:২৭:২০ প্রিন্ট সংস্করণ
লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা হাট ও ফাজিল মাদ্রাসার পাশে গত দুই মাস ধরে ঝড়ে উপড়ে পড়া শতবর্শী বটগাছটি অপসারনের দাবি জানিয়েছেন এলাকা বাসী। এই হাটে দূরদূরান্ত থেকে প্রতিনিয়ত হাজার হাজার জনতা আসতেন বাজার করতে, এবং বিভিন্ন পন্য সামগ্রি ক্রয় বিক্রয় করতে এবং অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় আকারের ধানের হাট লাগতো এক সময় এখানে। এই হাটে আনুমানিক ১৬৫ বছরের একটি পুরাতন বট গাছ ঝরে উপরে পড়ে যায়,গত দুই মাস ধরে, এঅবস্থায় গাছটি জরাজীর্ণ ভাবে পড়ে আছে এদিকে পড়ে থাকা গাছটি অপসারণ না হওয়ায় সমস্যা হচ্ছে পাশে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠান আমশড়া ফাজিল সিনিয়র (স্নাতক) মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী শিক্ষক ও যাত্রী পরিবহন মোটরসাইকেল এবং পথচারীদের। এমনকি ধুবিল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার এর উদ্যোগে প্রতি বুধবার গরু, ছাগল, মহিষের, হাট লাগানো হয়েছে। এখানে শনিবার স্থানীয়রা বলেন সপ্তাহে দুই দিন রবি ও বুধবার নিয়মিত হাট বসে এদিকে উপড়ে পড়া গাছটি দ্রুত অপসারণ করা না হলে সামনে কোরবানির পশুর হাটের ব্যাপক ক্ষতি হবে। তাই রায়গঞ্জ উপজেলার ইএনও এবং এসি ল্যান্ড মহোদয়ের কাছে উপরে পড়া বটগাছটি সরিয়ে ফেলার জন্য অতি দ্রুত সুদৃষ্টি কামনা করছেন এলাকা বাসী।