প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১০:৪৩:৫৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার (২৯ মে) দুপুর ২ টার সময় সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের র্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ এর পশ্চিম পার্শ্বে সিআরবিসি এলাকায় দূর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেল ঢাকা মেট্রোঃ ব ১৪-৮০২৯, ঢাকা টু নাটোরগামী বিস্কুট ভর্তি কাভার্ড ভ্যান ঢাকা মেট্রোঃ ড ১২-০৬৩৪ কে পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের মহাসড়কের উত্তর পার্শ্বে উল্টে পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানের ড্রাইভার প্রানে বেঁচে গেলেও গাড়ির হেলপার গাড়ির নীচে চাপা পরে ঘটনা স্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে নিহত হেলপারকে গাড়ির নীচ থেকে উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত ঘাতকবাসটি থানা হেফাজতে রাখা হয়েছে।
এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএএম বদরুল কবীর ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের উদ্ধার করে মর্গে পাঠিয়েছি এবং দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে।
নিহত হেলপারের নাম ঠিকানা জানা যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।