এমএ কাইয়ুম (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত " জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় "শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী" ক্যাটাগরীতে জেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ জয়িতা-র সম্মানে ভূষিত হয়েছে সিরাজদিখান উপজেলার জিনিয়া সরকার। সে রাজদিয়া আবদুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গনিত)।
শুক্রবার ৯ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বেগম রোকেয়া দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জে জেলার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নার্গিস ইয়াসমিন, আনসার ভিডিপির কমান্ডেন্ট তামিমা আক্তার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা,মুন্সিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী। অনুষ্ঠানের সভাপতি করেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.