মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকেন। পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পুরান বাজারে গত ৩ মে সন্ধ্যা ৬ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নিঃস্ব ও অসহায় ২২ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়ার সময় একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ পরিবার জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সোমবার (১৫ মে) দুপুর ১২ টায় তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকান্ডের সন্নিকটে টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ নগদ অর্থ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি কাজী রুহুল আমিন, সহ-সভাপতি কুদ্দুস মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম শিকদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা, সদস্য অ্যাড. রাধা কিশোর সদাই, অভিলাষ কর্মকার, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী আলী হোসেন, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরদার সোহরাব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাড. সৈয়দ মোঃ সোহেল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক, সাধারণ সম্পাদক অ্যাড. রিফাত হাসান সজীব, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ ফরিদ উদ্দিন এবং জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করেন এসময়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.