• ময়মনসিংহ বিভাগ

    সরিষাবাড়ীতে মেরামত কাজের জন্য যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৫:১৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। রোববার সকালে মেরামতের কাজের জন্য এ উৎপাদন বন্ধ করেছে কারখানা কর্তৃপক্ষ।

    জানা যায়, কারখানার ইউরিয়া সার উৎপাদন প্লান্টে একটি বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এর মেরামতের কাজের জন্য কারখানা কর্তৃপক্ষের পূর্বঘোষিত অনুযায়ী রোববার সকালে সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

    কারখানার মহাব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন বলেন, কারখানার একটি বয়লারের মেরামত কাজের জন্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এ মেরামত কাজ শেষ করতে ২০ থেকে ২২ দিন সময় লাগতে পারে। কারখানায় যথেষ্ট সার মজুদ রয়েছে। ফলে সারের কোনো সংকট দেখা দিবে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ