ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ড্রেনে পড়ে আছে নিষিদ্ধ ফেনসিডিলের একাধিক খালি বোতল।আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত লোকজন এসব ফেনসিডিলের খালি বোতল দেখতে পেলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কয়েকজন বিষয়টি মুঠোফোনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান। হাসপাতালের ড্রেনে ফেনসিডিলের বোতল এমন কৌতূহলে অনেকে এ দৃশ্যের ছবি মুঠোফোনের ক্যামেরায় বন্দি করেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালে এসেছেন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার হুমায়ূন কবির সুমন। তিনি নিজের চোখে বিষয়টি দেখে হতবাক হন। নিজের মুঠোফোনে ছবিও তোলেন। তিনি এ প্রতিবেদককে বলেন, সরকারি হাসপাতালের জরুরি বিভাগের পাশেই ড্রেনে ফেনসিডিলের খালি বোতল দেখে আমি সহ উপস্থিত অনেকে আশ্চর্য-ই হলাম। এ দৃশ্য-ই বলে দেয় এখানে হাসপাতাল এলাকা অরক্ষিত এবং নেশাখোরদের আস্থানা। এছাড়াও এ দৃশ্য দেখে অনেকে মনে করছেন, ‘এ হাসপাতালের কেউ কেউ এসব মাদক সেবনের সঙ্গে জড়িত। নতুবা ইমারজেন্সি’র সামনে এমন দৃশ্য সৃষ্টি হতোনা।’
এদিকে হাসপাতালে আগত বহু মানুষ এসব ফেনসিডিলের খালি বোতল দেখে প্রশ্ন তুলেছেন – ‘ফেনসিডিলের খালি বোতলগুলো কিভাবে ড্রেনে এলো, কারা খাচ্ছে? যদিও পুলিশ বলছে, মাদকের বিস্তার এখন অনেকাংশে কমে গেছে
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.