• Uncategorized

    সরাইলে বিল আকাশীতে সিন্নি(তবারক) বিতরণ,মসিবত থেকে বেঁচে থাকার আশায় মহান আল্লাহর রহমত কামনা।

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ১:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে সিন্নি(তবারক) বিতরণ করা হয়েছে। উপজেলার বিল আকাশীর আরাইলচর নামক স্থানে কৃষি জমির মালিক ও কৃষকদের উদ্যোগে আজ মঙ্গলবার(২৩মার্চ) আল্লাহরস্থে ( আল্লাহর রাস্তায়) সিন্নি বিতরণ করা হয়। বালা মসিবত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলি জমি নিরাপদ থাকার নিয়তে স্থানীয় কৃষকদের উদ্যোগে খোলা মাঠে সামিয়ানা টানিয়ে প্রতিবছরই এই ধরনের সিন্নি বিতরণ করা হয়। মহান আল্লাহর রহমত কামনায় দোয়া পরিচালনার মাধ্যমে সিন্নি(তবারক) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম। এসময় দৈনিক জনতার সরাইল প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিবসহ বিভিন্ন এলাকার কৃষক ও বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ