• Uncategorized

    সরাইলে তুচ্ছ ঘঠনা কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন।

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ২:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    মো: উজ্জল পাঠান-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছেন কাশেম নামের এক ব্যক্তি। জমিতে খড় শুকানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত কাশেম মিয়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

    নিহতের বংশের দাদা হাজী আরু মিয়া বলেন, মৃত কাশেম মিয়ার ছোট বোন টুনি তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে শুকানোর জন্য খড় বিছাতে গেলে সিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনির গালাগালি করে। জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে বলে জানা যায়।

    এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে তেলিকান্দি গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়ার ছেলে আনোয়ারের সঙ্গে কাশেমের ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে আনোয়ার ছুড়িকাঘাত করলে কাশেম ঘটনাস্থলেই প্রাণ হারান।

    ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ