প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ৫:০০:০০ প্রিন্ট সংস্করণ
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার সাতটি ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন। সকল ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। অলিতে গলিতে মাঠে ময়দানে চলছে প্রচার-প্রচারণা, চলছে উঠান বৈঠক। প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ভোটার দাড়স্হ হচ্ছে। মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা।
মটর সাইকেল এর নেতা কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন ।গত তিনদিন বিভিন্ন স্হানীয় সুধীজনের সাথে নির্বাচনী হালচাল জানতে চাইলে ও জনমত জরিপে জানা গেছে– মটর সাইকেল এর মাঠ ও সকল সাধারন ভোটারের মাঝে মাঝে গিয়ে উঠান বৈঠক, লিফলেট, মাইকিং, মিছিল করতে যতটা দেখেছেন ততটা বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে চোখে পড়েনি।
মটর সাইকেল পদ প্রার্থী আলহাজ্ব মোঃ সাইদুর রহমান সরকার সাঈদ বলেন, মটর সাইকেল কে বিজয়ী করতে আমাদের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে।
নেতাকর্মী ও সমর্থকরা যে ভাবে ভোটের জাগরন উঠেছে ১১ তারিখে অবাধ ও সুস্ঠু নির্বাচন হলে মটর সাইকেল বিপুল ভোটে জয় লাভ করবো, আমরা মাঠে কাজ করছি বিজয নিশ্চিত।