প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২২ , ১:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ
তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) বিভিন্ন এলাকায় হতদরিদ্র শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা গেছে, ৮ জানুয়ারী শনিবার “হারবে শীত জিতবে মানবতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীত বস্ত্র স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এ দিন দিনভর ইউপির বিভিন্ন এলাকায় বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান সরকার সাঈদ, তনোর উপজেলা আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুদ্দিন, তানোর উপজেলা আওয়ামী লীগ নেতা কেরামত আলি,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সালাম, সরনজাই ডিগ্রি কলেজ এর অধ্যাক্ষ মোঃ ইমারত আলী প্রমুখ।এদিকে এসব শীতবস্ত্র পেয়ে শীতার্তদের মাঝে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।