গঠনতন্ত্র অনুযায়ী সরকারি চাকরি করলে কেউ আর ছাত্রলীগের পদে থাকতে পারবেন না। তবে গঠনতন্ত্রের এসব নিয়মের তোয়াক্কা না করেই ছাত্রলীগের পদ আঁকড়ে আছেন রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জেবুন নাহার শিলা।
এমনকি ছাত্রত্ব শেষ হলেও কলেজ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে থাকছেন আবাসিক হলে। কলেজের আয়েশা সিদ্দিকা হলের ৩০১ নম্বর কক্ষে থেকে রাজনীতিতেও সক্রিয়। আগামীতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও জানা গেছে।
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জেবুন নাহার শিলার বাড়ি টাঙ্গাইলে। ২০২৩ সালে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা জাগো নিউজের হাতে এসেছে। ওই তালিকায় দেখা যায়, তালিকার ১৩তম স্থানে রয়েছে জেবুন নাহার শিলার নাম। তার যোগদানকৃত বিদ্যালয়ের নাম পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ২৪ জানুয়ারি জেবুন নাহার শিলা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বলে বিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে। তবে অভিযোগ উঠেছে, বিদ্যালয়ে যোগদান করলেও ছাত্রলীগের প্রভাব খাটিয়ে নিয়মিত ক্লাসে যান না জেবুন নাহার শিলা। অধিকাংশ সময় থাকেন ইডেন মহিলা কলেজের হলে। তার পরিবর্তে ওই বিদ্যালয়ে ক্লাস নিতে মাসিক আট হাজার টাকা বেতনে একজনকে প্রক্সি হিসেবে রেখেছেন শিলা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.