কবিতা:"সয়ার
কলমে-কানিজ তানজিমা ববি
ইচ্ছে গুলো এমন হয় কেনো?
খুব ইচ্ছে করে কথা বলতে
বিশ্বাস করো, তোমার ঐ হাতে হাত রেখে
নদীর চরে হাঁটতে....!
যদি পেতাম ঐ সাগরের তীর
তোমার বুকে গড়ে নিতাম
আমার ছোট্ট নীড়।
এলোমেলো চুল গুলো যখন
উড়ে উড়ে আছড়ে পড়বে বাতাসে
তুমি তখন আলতো ভাবে
চুমু এঁকে দেবে কপালে।
ভালোবাসা ছুঁয়ে যাবে বারংবার
তোমাতে আমাতে...!
ইচ্ছে গুলো এমন হয় কেনো...?
তোমার পছন্দের নীল শাড়িতে
দেখবে কি তুমি অপলক দৃষ্টিতে.?
প্রিয়তম,সহে যাতনা
তোমা বিহনে এই নিরোজনে!
তবে কেনো এলে বলো?
কেনো জাগালে আমার ঘুমন্ত সত্তাকে?
যে হাতে রেখে হাত নিজেই তুমি
শপথের বুলি আওড়েছিলে
থাকতে চাও,রাখতে চাও আমৃত্যু
আপন করে,
তবে কি তা নিছক দুর্ঘটনা?
"সয়ার"
তুমি তো জানো না, কিভাবে কাটছে
আমার দিন, আমার রাত!
যে বিষ করিয়েছো পান
সেই বিষে পুড়ে পুড়ে হচ্ছি শেষ প্রতিনিয়ত।
জীবন তো কাটছিলো ভালোই
তুমি এসে বদলে দিলে সবই।
এখন আমার চিন্তা জুড়ে
কেবলই তোমার বসবাস ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.