• Uncategorized

    সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটক বাবলুর মৃত্যু।

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ১০:৩৯:২০ প্রিন্ট সংস্করণ

    কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু(৩০) নামের পর্যটকের আর্কষিক মৃত্যুর খবর পাওয়া যায়।
    ঘটনাটি ঘটে গতকাল বুধবার ২০শে জানুয়ারি সমুদ্র সৈকত জিরো পয়েন্টে এ দূর্ঘটণা ঘটে।

    জানাযায়, মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার বোপাকাটা গ্রামের বাসিন্দা মৃত, মুসলিম মিয়ার ছেলে।
    এবিষয় স্থানীয়সূএে জানাযায়, মৃত বাবলু ও তার পুএ মাহিমসহ পঞ্চান্নজনের একটি টিম বুধবার সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমণে আসেন তারা।

    দুপুরে আনুমানিক দেড়টা থেকে দুইটার দিকে ৪/৫ জনমিলে সমুদ্র সৈকতে গোসল করেতে নামে। এসময় বাবলু আনন্দে বিমোহিত হয়ে অতি আনন্দে উল্লাসিত হয়ে, লাফ দিলে বালুর ভিতরে পড়ে গেলে ঘাড়ে প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

    বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা সাথে সাথে পর্যটক বাবলুকে তুলে নিয়ে কুয়াকাটা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

    এব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার বরাত দিয়ে বলেন, লাশ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী গ্রহন করা হবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ