নিউজ ডেস্কঃ
ভারতে তুমুল নিন্দা-সমালোচনার মুখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম কমালো মোদি সরকার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে কার্যকর হয় এ সিদ্ধান্ত।এর ফলে লিটারপ্রতি পেট্রোলের দাম কমলো ৬ রূপির ওপর; বর্তমান মূল্য ১০৪ রূপি। ডিজেলের দাম কমানো হয়েছে পৌনে ১২ রুপির সমান; যাতে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৮৬ রুপি ৬৭ পয়সা।
বুধবারই (৩ নভেম্বর) ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা এবং বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। তার ওপর ২০২২ সালের শুরুর দিকেই উত্তর প্রদেশ-পাঞ্জাবসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। জনতার ক্ষোভ টের পেয়েই সরকার তড়িঘড়ি জ্বালানির মূল্য কমানোর সিদ্ধান্ত নিলো।এর কারণে অবশ্য বার্ষিক এক কোটি ৪০ লাখ রূপি রাজস্ব হারাবে সরকার। এদিকে কেন্দ্রের সিদ্ধান্তের পর এনডিএ শাসিত ৯টি রাজ্যে ১ থেকে ৭ রুপি পর্যন্ত কমেছে জ্বালানির মূল্য।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.