প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:৪৮:১২ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ “সমাজ”
লেখকঃ শিহাব আহম্মেদ
সমাজটাকে বিনির্মানে,
রাখছে যারা অবদান
সমাজপতির কাছে তাঁরা,
হচ্ছে সদা অপমান।
কার সাথে কেমন কথা,
বলতে হবে জানে না।
এই সমাজে এমন লোকের,
সংখ্যা যে ভাই অগুনতি।
সুশিক্ষা বাদ দিয়ে তারা
চলছে মিথ্যা গর্হিত পথে।
এই কারনেই ধ্বংস হচ্ছে,
সমাজটা দিকে দিকে।
জ্ঞানী লোকের কদর যেদিন,
করতে পারবে লোকে।
এই জমিনে আসবে সুদিন,
পারবে না কেউ ঠেকাতে।