প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৩৫:১২ প্রিন্ট সংস্করণ
মোস্তফা প্রামানিক সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমেনা খাতুন।
সহ সভাপতি নির্বাচিত হন কল্পনা খাতুন, কোষাধ্যক্ষ বেবি নাসরিন সহ নির্বাহী সদস্য ৭ জন। ১১ টি পদে মোট ৪১ জন ভোটার ভোট প্রদান করেন। তিন সদস্য নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম। অপর দুজন সদস্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, অপরাজিতা প্রকল্পের সিসিবিসি শাহিনা লাইজু।