প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৩:২৭:৩৯ প্রিন্ট সংস্করণ
কবিতা: সবুজ বাতি
কলমে-কানিজ তানজিমা ববি
এখন আর তোমার নামের পাশে সবুজ বাতিটা জ্বলতে দেখি না!
ম্যাসেন্জারে আমার ছবির পরই তোমার ছবিটা আর ভেসে আসেনা!
বেশ কয়দিন হলো তোমার এই পরিবর্তন লক্ষ্য করছি।
খুব বুঝতে পারি ইগনোর করছো আমায়!
ক্লান্তির এক ফালি হাঁসি আসে দুঠোঁটের কোণে।
এক অন্যরকম ব্যাথা ছুঁয়ে যায় বুকের পাঁজরে!
যখন তোমার কোনো পোস্টের নোটিফিকেশন দেখি
ভাবি,যাক অন্ততঃ ব্ল্যাক লিস্টে দাওনি আমায়!
মনোযোগ দিয়ে পড়ি তোমার পোস্ট গুলো
এক অন্যরকম সুখে ভরে যায় আমার মন।
তোমার লিখা গুলো বরাবরই টানে আমায়
কি যে তাৎপর্য পূর্ণ লিখো তুমি!
একটা নিছক ঘটনাও তোমার লেখনীতে প্রাণ ফিরে পায়।
যখনি পড়ি ,একরাশ মুগ্ধতায় ছেয়ে যায় আমার মন।
দু’চোখ বন্ধ করে তোমায় সামনে আনি
বলি,”বড্ড ভালোবাসি, বিশ্বাস করো
বড্ড বেশি ভালোবাসি আমি তোমায়!”