প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৮:২২:৪১ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
সবার প্রিয় ও মিষ্টিভাষী শিক্ষাগুরু মাওলানা আনোয়ার হোসেন খান( ৯২) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তিনি পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক ছিলেন। তিনি সুজানগরের মসজিদ পাড়ায় বসবাস করতেন।আজ ১৪ জুলাই ২০২৪ ইং তারিখে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১ ঘটিকায় ইন্তেকাল করেন। (বিষয়টি নিশ্চিত করেছেন,
মরহুমের একমাত্র পুত্র পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ খান ) মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বাদ আছর তার দীর্ঘদিনের কর্মস্থল সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।