আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ
নাটোরে বাস মিনিবাস মালিক সমিতির অফিসে মাস্ক পরিহিত সন্ত্রাসী দল অর্তকিত হামলা করেছে। এতে ৩ বাস মালিক আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কানাইখালি সমিতির অফিসে এই ঘটনা ঘটে।অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কানাইখালি এলাকায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসে বসে ছিলেন বাস মালিকরা।
এসময় ৮ থেকে ১০জনের একটি মাস্ক পরিহিত সন্ত্রাসীরা অতর্কিত ভাবে অফিসে প্রবেশ করে হামলা চালায়। এসময় রাজকীয় পরিবহনের মালিক মজিবর রহমান, নাবিলা পরিবহনের বাবুল আকতার এবং হিমেল পরিবহনের আব্দুর রশিদ আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান। আসামী সনাক্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.