• সাহিত্যে

    “সদ্য ফোটা ফুল” কামাল হোসেন মুসা

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২২ , ১২:০১:২৯ প্রিন্ট সংস্করণ

    সদ্য ফোটা ফুল
    কামাল হোসেন মুসা

    তোমায় আমি দিয়েছিলাম সদ্য ফোটা ফুল ,
    কিন্তু আমার ভাবনা ছিল একেবারেই ভুল !

    তোমায় আমি ভালোবেসে পেয়েছিলাম ঘৃণা ,
    হৃদয় মাঝে জেগেছিল সুরের অগ্নিবীণা ।

    আমার গাঁয়ের পলাশপুরে ছোট নদীর বাঁকে,
    কাশফুল আর হাসনাহেনা সেথায় ফুটে থাকে ।

    প্রতিদিনই তোমার ছবি হৃদয় পটে আঁকি ,
    আমার গাঁয়ের পলাশপুরে আজও একা থাকি !

    ফুলের বনে পাখির সনে নিত্য করি খেলা ,
    আমার প্রতি তোমার কেন এত অবহেলা ?