প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৩:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ
কবিতা-সত্য দিয়ে
লেখকঃ শিহাব আহম্মেদ
সত্য দিয়ে করবে না-কী
মিথ্যে দিয়ে শুরু,
হালাল রুজির চিন্তা মাথায়
না-কী নাটের গুরু।
যা কর ভাই তুমি কামাই
পাবে তাহার ফল,
ভাল হলে সুখের হাসি
মন্দের চোখে জল।
বোধ বিচারের শক্তি তোমার
আছে দেহের মাঝে,
যেমন কর্ম তেমন ফসল
পাবে তোমার কাজে।
পোশাক আশাক রূপ চেহারায়
যায়না মানুষ চেনা,
কর্মেই তাহার মেলে প্রমাণ
আসল মানুষ কি না।
দিনটা সবার হোকনা শুরু
ন্যায়ের পথটি ধরে,
আদর্শ আর নীতির পথেই
আসবে যে সুখ ঘরে।