প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৫:১৩ প্রিন্ট সংস্করণ
সিলেট সদর উপজেলায় সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুল মালিক মাইল্যার অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো প্রবাস বাংলা টিবি ইউকে।শুক্রবার ১২ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকার সময় (নিহতের নিজ বাড়ী) স্হানীয় উপজেলার মোগল গাঁও ইউনিয়নের খিত্তার গাঁও গ্রামে গিয়ে স্বাক্ষাৎ করেন পিবিটিবি পরিবার।এসময় উপস্হিত ছিলেন প্রবাস বাংলা টিবি ইউকে’র সিইও এম আহমেদ জুনেদ।উপস্হিত ছিলেন প্রবাস বাংলা টিবির সিলেটের ইনচার্জ মো: কবির আহমদ, সদস্য সেলিম আহমদ।
আরো উপস্হিত ছিলেন সাংবাদিক ফারুক আহমদ, তরুন সমাজসেবক রুকন উদ্দিন কিনু, খিত্তার গাঁও গ্রামের কাওছার আহমদ, নিহতের চাচা মো: আব্দুন নুর , আছদ্দর আলী, মাসুক মিয়া, সরব আলী, ব্যবসায়ী রায়হান আহমদ।
উল্লেখ্য: বিগত ৪ঠা ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট সদর উপজেলার জাঙ্গাইল সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ সংল্গন সিলেট সুনামগন্জ রোডে এ দুর্ঘটনা নিহত হন খিত্তার গাঁও গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে মো: আব্দুল মালিক মাইল্যা(৩৫)।