মু,হেলাল আহমম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া-গোপালিয়া বাজার সংলগ্ন সেতুটি দীর্ঘ দিন যাবৎ বেহাল দশায় ভূগছেন। সরেজমিন ঘুড়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেতুটি বর্তমানে মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিনিয়ত সেতুর উপর দিয়ে ঝুকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে সেতুর আশেপাশের এলাকার জনসাধারণের। গত ২৩ শে ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় সরেজমিন অনুসন্ধানে গিয়ে সেতুটি সংস্কারের অভাবে ঝুকিপূর্ণ হয়ে রয়েছে এমনটাই দেখা মেলে।
সেতুর বিষয় স্থানীয়রা জানান, বাউফলের প্রকৌশলী অধিদপ্তর প্রায় ২৫-৩০ বছর আগে পশ্চিম কাছিপাড়া ও পাকডাল সীমান্তবর্তী গোপালিয়া খালের উপর দিয়ে সেতুটি নির্মান করেন।
সরজমিনে দেখা যায়, সেতুটি বর্তমানে নড়বড়ে অবস্থায় আছে। সেতুর মাঝখানে দুই স্থানের ঢালাই পড়ে গিয়ে রেলিং বের হয়ে ফাঁকা হয়ে গেছে এবং অনেকাংশে সেতুর দুইপাশের রেলিং
নেই বললেই চলে।সেতুর নিচের পাইলিং মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।বর্তমানে চলাচলের জন্য স্থানীয়রা ঝুকিপূর্ণ ভাবে পারাপার হচ্ছে,
এছাড়াও এমনকি সেতুর পাশের রেলিংও ভেঙে পড়েছে।সেতুটি দিয়ে পশ্চিম কাছিপাড়া -গোপালিয়া বাজার,উত্তর পাকডাল,দক্ষিণ পাকডাল, মান্দারবন ও কারখানা গ্রামের এক - দেড় হাজার মানুষ দৈনিক চলাচল করে। বর্ষার মৌসুমে বৃষ্টি বলায় শুরু হলে সবচেয়ে বেশি বিপদে থাকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ও ব্যবসায়িকরা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.