প্রতিনিধি ৯ মে ২০২১ , ১২:২০:৫৭ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজঃ
মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে৷ গতকাল ৯মে রোব্বার সকালে ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ হাজার ২৮ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ৪০ কেজি চাউল বিতরণ করা হয় ৷
চাউল বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,ঝাটকা রক্ষায় সকল জেলের সচতেন থাকতে হবে । ঝাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই দরবেন এর সুফল আপনারাই ভোগ করবেন ৷ তাই ঝাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সরকারের এই আইন সকলের মানতে হবে ৷
এসময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার মো. ফারুক হোসেন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ উল্লাহ,ইউপি সদস্য বোরহান উদ্দিন,ফুলচান ভর্মন,মানিক সরকার,দায়রুল ইসলাম মো. শাহজাহান,খোরশেদ আলম,হাবিবুর রহমান,মিজানুর রহমান,হারুন অর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷