• Uncategorized

    “শ্রেষ্ঠ যিনি”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৭:৪৭:০১ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ”শ্রেষ্ঠ যিনি”…….
    লেখকঃ শিহাব আহম্মেদ

    মহান প্রভুর শ্রেষ্ঠ সৃষ্টি
    চেহারা তার নূরের দৃষ্টি
    সারা জাহানের রহমত
    পাই সকলেই বরকত।

    যার কারনে আমরা
    হলাম আখেরি উম্মত,
    মহান আল্লাহর দোস্ত
    হযরত মুহাম্মদ (সঃ)।

    ৬৩ বছরের জিন্দেগীতে
    সয়েছেন বহু অপবাদ,
    সত্যের প্রতি অটল থেকে
    করেছেন শান্তির প্রতিবাদ।

    কালেমার দাওয়াত দিলেন নবী
    আল্লাহ দিলেন কোরানের বানী
    ইসলামের পথে ত্যাগী যিনি,
    হাদিস থেকে আমরা যা জানি।

    নবী ছিলেন সরল মানব
    সকল জাতির কাছে
    সদা সত্য বলতেন তিনি
    সাক্ষী জঙলার গাছে।

    মিথ্যা কথা বলেননি তিনি
    জীবনে কোনো দিন
    বিশ্বাস, সত্য,ন্যায়ের প্রতীক
    শ্রেষ্ঠ “আল-আমিন”।

    নবীর নামে গাইবো গান
    হৃদয়ে আঁকবো ছবি
    আমিও নবীর আখেরি উম্মত
    শিশুদের প্রানের কবি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ