• আইন ও আদালত

    শ্রীনগরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বৎসরের বৃদ্ধ গ্রেফতার

      প্রতিনিধি ৬ মে ২০২২ , ৫:২৪:০৫ প্রিন্ট সংস্করণ

    মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক টিপু মাঝি(৫৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার(৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাইলভোগ নওপাড়া নয়াবাড়ী এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। এব্যাপারে ধর্ষিতার পিতা অহিদ শেখ বাদী হয়ে ধর্ষক টিপু মাঝিকে বিবাদী করে থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেন। পিতার অভিযোগ সূত্রে জানা যায়, তার ৪মাসের মেয়েকে রেখে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মেয়ে বর্তমানে কুকুটিয়া কমল কান্ত উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

    গত দুই মাস যাবৎ প্রতিবেশী দাদা সর্ম্পকের ৪সন্তানের জনক টিপু মাঝি তার মেয়েকে টাকা পয়সার লোভ দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন বিকেল মেয়েকে টিপু মাঝি তার নিজ ঘরে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। পরে মেয়ে বিষয়টি তার সৎ মাকে জানালে মা তার নারায়নগঞ্জে থাকা বাবা অহিদ শেখকে ঘটনার বিস্তারিত বললে বাবা নারায়নগঞ্জ থেকে বাড়ীতে এসে ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে আত্নীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ