মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রথমবার বাণিজ্যিক ভাবে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সারাবিশ্বে সূর্যমুখী তেলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশে বাণিজ্যিক ভাবে সূর্যমুখী চাষ শুরু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের সবকটি উপজেলায় এ বছর পরীক্ষামুলকভাবে সূর্যমুখী ফুলের চাষাবাদ করা হয়। সেই লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে কৃষককে বীজ বিতরণের মাধ্যমে আরডিএস জাতের সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ষোলঘর ইউনিয়নের পুটিমারা গ্রামের আহম্মদ জমিতে দেখা যায় সারি সারি সূর্যমুখী গাছ সূর্যের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু কিছু দর্শনার্থী এসেছে ফুল দেখতে কিছু লোক এসেছে ছবি তুলতে। সূর্যমুখী ফুল চাষী কেয়টখালী গ্রামের রহিম চ্যানেল সিক্সের প্রতিনিধি কে জানান ,কৃষি অফিসারের অনুপ্রেরণায় প্রথমবারের মতো সূর্যমুখী ফুল চাষ করেছি। যদি দেখি অন্যান্য ফসলের চেয়ে লাভবান হই তাহলে আগামীতে ব্যাপকভাবে চাষাবাদ করব। একই এলাকার আহম্মদ জানান, সরকারি প্রণোদনা বীজ পেয়ে সূর্যমুখী ফুল চাষ করেছি । তবে এর বীজ কিভাবে সংগ্রহ করতে হয় তা আমরা ভালোমতো জানিনা তাই কিছুটা সংশয়ে আছে।চাষী রহিম আরো বলেন, আমি মূলত অন্যান্য ফসল করে থাকি ।তবে এ বছর কৃষি অফিসারের অনুপ্রেরণায় এক একর জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছি। কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.