• ঢাকা বিভাগ

    শ্রীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ৮:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম-শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

    নানা আয়োজনে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
    শনিবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনসহ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে টায় শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহন। সকাল সাড়ে ১০টায় কুচকাওয়াজ, শরীরচর্চা ও বিভিন্ন প্রদর্শনী প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলাধীন সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। দুপুর সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,সহকারী কমিশনার(ভূমি) ব্যারিস্টার সজিব আহম্মেদ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু তোহা আনদান সাকিল, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি, কৃষি কর্মকর্তা সান্তনা রাণী মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলরাওসান ফেরদৌস, সিনিঃ মৎস্য কর্মকর্তা সমীর বসাক, সমাজসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খানসহ সাংস্কৃৃতিক, বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যাক্তিত্ব, উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ