শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মরহুম জমিরউদ্দিন শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা মো. ফজল শেখ (৬৭) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি....রাজিউন)। রোববার ভোর ৪ টার দিকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে গত শনিবার দুপুরে জেলার কুসুমপুর এলাকায় হঠাৎ বার্ধক্যজনিত কারণে মো. ফজল শেখ অসুস্থ হয়ে পরেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। বিকালে বিবন্দী গ্রামে তার নিজ বাড়িতে মরদেহ আনা হলে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নির্দেশক্রমে তাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খান, কুকুটিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম শেখসহ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মনির হোসেন, আওলাদ হোসেন মিয়া, মো. জাব্বার, মজনু, নাছির উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজল শেখের বড় পুত্র পুলিশ সদস্য মো. শাহিন শেখ জানান, বাদ আছড় বিবন্দী ঈদগাহ্ ময়দানে জানাজা নামাজ শেষে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার জাঙ্গালীয়া কবরস্থানে পিতার লাশ দাফন করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.