প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৫:২২:৪২ প্রিন্ট সংস্করণ
শ্রীনগরে বিষাক্ত মদপানে অসুস্থ সজিব (২৭) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আসগর আলী হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, উপজেলার কাঁমারগাও এলাকার সফি উদ্দিনের ছেলে দলিল লেখক সজিব (২৭) ও ফিরোজ আলম ফুন্টুর ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. সমিউলকে (১৮) দাওয়াত দিয়ে গোপালগঞ্জ নিয়ে যায় সজিবের দুলাভাই সোহেল। সেখান থেকে তাদেরকে মদ দিয়ে দেয়। গত ৫ ফেব্রুয়ারি রাতে তারা ফেরি পার হয়ে মাওয়া প্রান্তে এসে মদ পান করতে করতে বাড়িতে আসে। এতে করে দুজনই অসুস্থ হয়ে পরলে সজিবকে ঢাকার আসগর আলী হাসপাতালে ও সামিউলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সামিউল গত ৯ ফ্রেব্রুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে। অপরদিকে সজিবের অবস্থা গুরতর হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু ঘটে। রাত সাড়ে ৭ টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পরে। নিহত সজিবের ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। সে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিল।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তারা গোপালগঞ্জে গিয়ে মদ পান করেছে। অসুস্থ হওয়ার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।