প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২১ , ১১:৩০:৫৯ প্রিন্ট সংস্করণ
এম,এ কাইয়ুম-মাইজভান্ডারিঃ
শ্রীনগরে নতুন করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন নারী ও ৩ জন পুরুষ। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০৬। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪৪৬ জন। মারা গেছেন ৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার আটপাড়ায় ১ নারী, পুরুষদের মধ্যে রাঢ়ীখালে ১ জন, গাদিঘাটে ১ জন ও মান্দ্রায় ১ জন।অপরদিকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে এই পর্যন্ত (১৫ এপ্রিল ২০২১) ২ হাজার ৩৯৯ জনকে। এর মধ্যে ১ হাজার ৬২১ জন পুরুষ ও ৭৭৮ জন নারী।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন ৮ হাজার ৭৬৪ জন নারী পুরুষ। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেন। করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার জন্য পরামর্শ দেন তিনি।