এম এ কাইয়ুম-শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নির্বাচন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ হবে। কেউ ভিন্ন পথে নির্বাচনে আসার চেষ্টা করবেন না। ভিন্ন পথে যদিও কেউ নির্বাচিত হন। তাহলে নির্বাচনের পরেও তার নির্বাচিত পদ বাতিল হয়ে পূনরায় নির্বাচন হবে বলে শ্রীনগরে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভায় এ কথা বলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ রসুল।
সোমবার(১নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন বিষয়ক এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন তালুকদার পিপিএম,
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ,অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ব্যারিস্টার সজীব আহমেদ,নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, মৎস অফিসার সমির বসাক, মাধ্যমিক শিক্ষা অফিসার সোরাইয়া আশরাফী, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.