প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ১০:৫২:০১ প্রিন্ট সংস্করণ
আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ বৈরাতী ব্রীজের উপর শ্যামলী পরিবহন ও অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত-১, আহত-৮ জন। ঘটনাসূত্রে জানা যায়, আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টায় তারাগঞ্জ উপজেলার বৈরাতী ব্রীজ এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস পেছন থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সুরাইয়া আক্তার(১২) নামে এক শিশু নিহত ও ৮ জন আহত হয়। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাস্থলে বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেল্পার পালিয়ে যায়।