প্রতিনিধি ১ আগস্ট ২০২২ , ৯:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ১৯৭৫ সালের ১৫ আগস্ট দিনের প্রথম সূর্যরশ্মি ধানমন্ডি লেকের পানিকে উজ্জ্বল করার আগেই কাক ডাকা ভোরে ঘাতকের নির্মম বুলেটে স্বপরিবারে নিহত হন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ‘৩১ জুলাই ২০২২, দিবাগত রাত ১২.০১ মিনিটে’ শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অজয় চক্রবর্তী জয় নেতৃত্বে শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সোহেল উদ্দিন শাকিব, মনিরুল ইসলাম মনির,মোঃশাহাদাৎ হোসেন স্বরণ,ইফতেখার উদ্দিন পাঠান এবং অনান্য নেতাকর্মী।