• Uncategorized

    শোকাবহ আগষ্ট মাসে কেউ যেন আইনশৃঙ্খলা বৃঘ্ন ঘটাতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার মডেল থানার পুলিশ মহড়া। 

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২০ , ৬:০৪:৫৩ প্রিন্ট সংস্করণ

     

    দেলোয়ার হোসেন তরফদার-মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

    মৌলভীবাজার মডেল থানার পুলিশ অফিসার জনাব ইয়াছিনুল হকের নৃতেত্ব গত ২৪/৮/২০২০ ইং তারিখ মৌলভীবাজার মডেল থানার পুলিশ ২০ টি মটর সাইকেল নিয়ে সন্দ্যাকালিন মহড়া দিয়ে বিভিন্ন অলিগলির বখাটেপনা, ও অন্দকার জায়গায় বসে আড্ডা চুরি চামারি চিনতাই,গাজা মদ সেবন বিক্রি বিরুদ্ধে মহড়া, এই শোকাবহ আগষ্ট মাসে যাতে করে কোন বখাটে আইনশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে,অফিসার তদন্ত  পরিমল বলেন।

    মৌলভীবাজার মডেল নতুন অফিসার ইনচাজ স্যার আসছেন উনিই এই উদ্দেগে আজকে পুলিশ সচেতনতা মুলক মহড়া দিচ্ছি।আমরা চাই সাধারণ মানুষের পাশে থাকতে এবং এই থানাকে দালাল মুক্ত রাখতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ