• সাহিত্যে

    “শেষ বিকেল” কলমে-মাওলানা সালেহীন

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ৬:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    শেষ বিকেল
    কলমে-মাওলানা সালেহীন

    শেষ বিকেলে পথের ধারে,হিমেল হাওয়া বয়,
    আকাশের ঐই মেঘরাশিতে,সূর্যটা লুকায়।
    গাছগুলো সব লজ্জায় যেন,মাথা লুকিয়ে রয়,
    পাখিরা সব ডেকে ডেকে আপন ঘরে যায়।

    এমন সময় বসে আছি, বাকা পথের ধারে,
    ভাবছি বসে সে কোথায়? পাব কী আমি তারে?।
    যিনি মিশায়া ছিল ঊষা হতে, প্রহর, আরো অস্ত,
    যাকে রাখিয়া ছিলাম রিদ মাঝারে,প্রতি মূহুর্তের সস্ত।

    প্রতি নিঃষাসে,সস্তিতে ছিলো যার নাম লেখা,
    দিয়াছে ফাঁকি সে যে,রাখিয়া মোরে একা।
    নেত্রকোনে অশ্রুভাসে,নেই কো কোন হাসি!
    বিচ্ছেদে তারো গলাতে আমার, পরিয়াছে এক ফাসি।

    দৃশ্যপটে ভাসিয়া ওঠে যেন,আজো তার এক ছবি!
    যন্ত্রণা যেন বাড়িয়ে দেয় আর,হারিয়ে ফেলি স’বি।
    জানতাম যদি যাবি ছেড়ে তুই, ফাঁকি দিয়ে মোরে,
    রাখিতাম তোর মন বাধিয়া আমি, রিদয়ে যতন করে।

    ছিল কত সৃতি, কত গানের সুর, কর্নে আজো ভাসে,
    আজ মনে পড়ে সব,তোর অনুভব, রিদয় মাঝে হাসে।
    তোর মন্দির বানিয়েছে রিদয়ে,এই শেষ বিকেল বেলা,
    উদয়-অস্ত তোর করিব পূজা, খেলব প্রেমো খেলা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ