প্রতিনিধি ১১ এপ্রিল ২০২২ , ৫:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ
জমি নিয়ে বিরোধ চলছিল আগে থেকেই। তারপরও ছোট ভাই নতুন ঘর তৈরি উপলক্ষে বড়ো ভাইকে মিষ্টিমুখ করাতে গিয়েছিলেন। কিন্তু বড়ো ভাই তাতেই ক্ষিপ্ত হয়ে মিষ্টি নিয়ে যাওয়া ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুইজনকে আটক করেছে। বুধবার (৯ মার্চ) সকালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম আশরাফুল ইসলাম দুলাল (৫০)। তিনি ওই এলাকার আ. ছালামের ছেলে। আটকদের নাম আমিনুল ইসলাম বেলাল ও লিটন মিয়া।
বেলাল ও লিটন সম্পর্কে দুলালের আপন বড়ো ও ছোট ভাই।
পুলিশ জানায়, বড়ো ভাই বেলালের সঙ্গে ছোট ভাই দুলালের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ছোট ভাই নতুন ঘর তৈরির শুরুতেই প্রতিবেশী সবাইকে মিষ্টিমুখ করান। বড়ো ভাই দুলালের ঘরে মিষ্টি ও বিস্কুট নিয়ে যাওয়া মাত্রই তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করা হয়। পরে এলাকাবাসী বেলালকে আটক করে। দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আব্দুস সোবহান আল সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুলাল মিয়া মারা গেছেন। তার শরীরে অনেকগুলো কোপানোর আঘাতের চিহ্ন আছে। আঘাতগুলো খুবই গভীর। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দায়ের কোপের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্পব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।