• Uncategorized

    শেরপুরের শতাধিক সাংবাদিক পাচ্ছেন পিআইবি’র প্রশিক্ষন ও সনদ !! 

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ১১:০২:২২ প্রিন্ট সংস্করণ

    শেরপুর জেলার নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ৩৫ সাংবাদিক পেলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক দেওয়া ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সনদপত্র। আরও দুইটি ব্যাচে অন্তত ৭০ জনকে প্রশিক্ষণ করানো শেষে তাদের মাঝে পিআইবি’র সনদ প্রদান করা হবে জানিয়েছেন পিআইবি’র প্রশিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম সৈকত।

    প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

    পিআইবি’র প্রশিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নকলা উপজেলার প্রশিক্ষণার্থী সাংবাদিকদের পক্ষে দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা এশিয়ান এজ’র প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, নালিতাবড়ী উপজেলার প্রশিক্ষণার্থী সাংবাদিকদের পক্ষে দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি জাহাঙ্গীর তালুকদার, শ্রীবরদী উপজেলার প্রশিক্ষণার্থী সাংবাদিকদের পক্ষে মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল ও ঝিনাইগাতী উপজেলার প্রশিক্ষণার্থী সাংবাদিকদের পক্ষে দৈনিক আমার সময় প্রতিনিধি জাহিদুল হক মনির প্রমুখ।

    পরে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করা সাংবাদিকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলেদেন। এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শাখার কর্মকর্তা একেএম ফরিদ উদ্দিনসহ শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমে কর্মরত প্রথিতযশা সাংবাদিকগণ, জেলার নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত প্রশিক্ষণার্থী ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

    এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সপার্সোন হিসেবে প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, দ্বিতীয় দিন প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছ ও তৃতীয় দিনে দিন প্রশিক্ষণ প্রদান করেন বাংলা ভিশন টিভির সিনিয়র নিউজ ইডিটর রুহুল আমীন রুশদ। এছাড়া ৩ দিন ব্যাপী বুনিয়াদি এ প্রশিক্ষন কর্মশালার প্রতি দিনরে শেষ সেশন উপস্থাপন করেন পিআইবি’র প্রশিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম সৈকত।উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান।

    শেরপুরে আগত পিআইবি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, এ যাত্রায় শেরপুর জেলায় প্রতি ব্যাচে ৩৫ জন করে ৩টি ব্যাচে অন্তত ১০৫ জন সাংবাদিককে বিভিন্ন স্তরে ও বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি করা ও মান সম্পন্ন প্রতিবেদন তৈরীর লক্ষে বুনিয়াদি ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলতে প্রশিক্ষিত করা হবে। প্রথম ব্যাচের প্রশিক্ষণ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ১৮ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ও তৃতীয় ব্যাচ ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম সৈকত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ