• Uncategorized

    শেরপুরের ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ২:৪৪:১৯ প্রিন্ট সংস্করণ

    শেরপুরের ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

    শেরপুরের ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১২ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার মাটিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের চালক নারায়ণগঞ্জের ফতুল্লার ছালাউদ্দিন (৪৮)ও বগুড়ার শেরপুরের সেলিম মিয়া (৫০) আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জানুয়ারী (মঙ্গলবার) সকালে শেরপুর থেকে সারভর্তি একটি ট্রাক মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিক্সার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই আহত হয়।

    ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ট্রাক দুইটি আটক করা হয়েছে। সেইসাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ