মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে শেড ফাউন্ডেশনের বহিষ্কৃত কর্মী পিকে এম মোজাহার উল ইসলাম লিটনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। গত ২০২৪ সালের ১২ জুন পিকে এম মোজাহারুল ইসলাম লিটনকে স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প শেড ফাউন্ডেশন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্প্রতি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মহকাত প্রামানিকের পুত্র হাসান প্রামানিক বাদি হয়ে পিকে মোজাহার উল ইসলামকে বিবাদী করে আত্রাই থানায় প্রতারণার অভিযোগ করেছেন। তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বনগাঁ গ্রামের বাসিন্দা পিকে এম সিরাজুল ইসলামের পুত্র পিকে এম মোজাহার উল ইসলাম।
এদিকে হাসান প্রামানিকের লিখিত অভিযোগে বলা হয়েছে, আসামী পিকে,এম, মোজাহার উল ইসলাম লিটন (৫৫), পিতা- পিকে এম. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প অফিস, আলম এ্যাপার্টমেন্ট, বাড়ি নং এইচ-৬৯, পুরাতন এয়ারপোর্ট রোড, শালবাগান, বিসিক মোড়, রাজশাহী- ৬২০৩ এর প্রকল্প পরিচালক ও প্রশাসন পদে কর্মরত আছেন। তিনি আমাকে ফার্মাসিক্যাল ঔষুধ দিবে মর্মে গত ইং- ১২/০৮/২০২৩ তারিখে ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা গ্রহন করেন। যাহার জন্য পরবর্তী ৮ (আট) দিনের মধ্যে আমার কাজ থেকে গ্রহনকৃত ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকার বিনিময়ে ঔষুধ দিবেন মর্মে অঙ্গীকারা বন্ধ হন।
এছাড়াও উক্ত স্বাস্থ্য সুরক্ষা পরিসেবা প্রকল্প, শেড ফাউন্ডেশন বাংলাদেশ আত্রাই উপজেলা, নওগাঁতে। সুপার ভাইজার পদে কিছু জনবল নিয়োগ দিবে বলিয়া গত ইং- ১০/০৯/২০২৩ তারিখে আমার নিকট থেকে ০৫ (পাঁচ) জন কে নিয়োগের জন্য ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা গ্রহন করেন। তিনি পরবর্তীতে সময় মত উক্ত ০৫ (পাঁচ) জনকে নিয়োগ প্রদান করিতে না পারিলে, আমি পর্যায়ক্রমে তাহাকে দেওয়া সর্বমোট (৫২,০০০+ ১২,৫০০) = ৬৪,৫০০/- (চুষটি হাজার পাঁচশত) টাকা) বার বার চাইলে তিনি নানান টাল বাহানা করতে থাকেন। অবশেষে গত ইং- ০১/০৬/২০২৪ তারিখে তাহার সহিত সরাসরি সাক্ষাতে পাইয়া এবং উপস্থিত কিছু
স্বাক্ষীগনের সম্মুখে আমার পাওনাকৃত ৬৪,৫০০/- (চুষট্টি হাজার পাঁচশত) টাকা চাহিলে তিনি আমাকে টাকাগুলি ফেরত দিবেন না বলিয়া অস্বীকার করেন। এবং বারং বারং টাকা চাহিতে গেলে খুন জখম করিবে বলিয়া ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। এ বিষয়ে জানতে চাইলে পিকে এম মোজাহার উল ইসলাম লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে শেড ফাউন্ডেশন পরিচালক রাজু আহম্মেদ বলেন, চাকরির শর্ত লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে পিকে এম মোজাহার উল ইসলাম লিটনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এবিষয়ে আত্রাই থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন,অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.