• রাজনীতি

    শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সুজানগরে বিশাল বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১০:০৯:৩০ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, বিশাল বিক্ষোভ মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, পৌরসভা ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,

    পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, যুবলীগ নেতা হারেজ আলী, রতন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন, সাংগঠনিক সম্পাদক শামীম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির নেতার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। সেইসাথে রাজপথে বিএনপি কে প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ