প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৭:৩৩:২০ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
স্বাধীনতার স্থপতি, বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।
তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। তাইতো সারা দেশের ন্যায় আজ ১৮ অক্টোবর মঙ্গলবার শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হিজলায় শিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন ঢালী, সহযোগিতায় ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।